Responsive Ads Here

Wednesday, October 23, 2019

Answer to 50 General Knowledge Questions in Geography || ভূগোলের 50 টি সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর

Answer to 50 General Knowledge Questions in Geography || ভূগোলের 50 টি সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর


1.ভারতের বিখ্যাত মহানগরী কোনটি? উত্তর:---- মুম্বাই
2.সাইক্লোন বা আ্যন্টিসাইক্লোন কিসের প্রভাবে হয়?
উত্তর:---- বানিজ্য বায়ুর প্রভাবে
3. জাফরান ভারতের কোথায় পাওয়া যায়? 
উত্তর:---- কাশ্মীর
4. কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে?
উত্তর:---- রেগুর
4. কৃষ্ণমৃত্তিকা কে স্থানীয় ভাষায় কী বলে? 
উত্তর:---- রেগুর
5. ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারন্য কোনটি?
উত্তর:----পেরিয়ার (কেরালা)
6. এশিয়ার বৃহত্তম বায়ুবিদুৎ কেন্দ্র কোথায় আছে?
উত্তর:---- গুজরাটের লাম্বাতে
7. ভারতের কোথায় বিমান পোত তৈরির কারখানা আছে?
উত্তর:--- কর্নাটকের ব্যাঙ্গালুরু
8. পৃথিবীর বৃহত্তম একক লোহার খনি কোনটি?
উত্তর:---- ঝাড়খন্ডের চিরিয়া
9. পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত? 
উত্তর:--- প্রথম
10.ভারতে কোন শ্রেণীর কয়লা বেশী পাওয়া যায়? 
উত্তর:---- বিটুমিনাস
11. টোডো উপজাতি কোথায় দেখা যায়? 
উত্তর:----- নীলগিরি পার্বত্য অঞ্চলে
12. সমুদ্র পিষ্টে স্বাভাবিক বাবুর চাপ কত? 
উত্তর:---- প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড এর সমান
13. ভারতের কোন রাজ্যে বেশি চা উৎপন্ন হয়? 
উত্তর:--- আসাম
14. দক্ষিণ এর ধানের ভাণ্ডার বলা হয় ?
উত্তর:----- তামিলনাড়ু
15. সাইলেন্ট ভ্যালি কী?
উত্তর:---- কেরলের জলবিদুৎ কেন্দ্র
16. ভারতে ট্রোফোগ্রাফিকেল মানচিত্র তৈরি করেন?
উত্তর :----- সার্ভে অফ ইন্ডিয়া
17. কোন দুটি নদী মিলিত হতে রূপনারায়ন নদী সৃষ্টি হয়েছে? 
উত্তর:----- দারকেশ্বর ও শিলাই
18. রাজমহল পাহাড় কোন শিলাই ঘঠে? 
উত্তর:---- গ্রানাইট
19. হেক্টর প্রতি আখ উৎপাদন বেশী 
উত্তর:---- তামিলনাড়ু
20. কোন মেঘে শীতকালে বৃষ্টিপাত হয় ?
উত্তর:----- স্টাটোকিউমুলাস
21. ভারতের প্রাচীনতম পর্বত 
উত্তর:---- আরাবল্লি
22. লুনি নদীর উৎপত্তি 
উত্তর:--- আনাসাগর হ্রদ ও পতিত হয় :--- কচ্ছের রন অঞ্চলে
23. বানিজ্য বায়ু কাকে বলে? 
উত্তর:---- আয়ন বায়ুকে
24. নবীন পলিমাটি কে কী বলা হয়?
উত্তর:----- খাদর
26. বড়ো দানা যুক্ত পাললিক শীলাকে কী বলে?
উত্তর:----- ব্রেকসিয়া
27. পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়?
উত্তর:-হুগলি
28. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
উত্তর:----- হীরাকুঁদ
29. পোচমপদ নদী প্রকল্প কোথায় অবস্থিত? 
উত্তর:----- অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর উপর
30. সরমতী নদীর উৎপত্তি স্থল কোথায়?
উত্তর:---- আরাবল্লি পর্বতে
31. মান্নার উপসাগর কোথায় অবস্থিত?
 উত্তর:----- তামিলনাড়ুর দক্ষিণ -পূর্বে
32. ভাদর নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর:----- কাম্বে উপসাগরে
33. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি? 
উত্তর:----- ইন্দিরা পয়েন্ট
34. ভারতের বৃহত্তম রাজ্য ___?
উত্তর:----- রাজস্থান
35. গোদাবরীর নদীর দৈর্ঘ্য_____?
উত্তর:---- 1,450কিমি
36. ‌ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত?
উত্তর:---- বড়ো আন্দামান ও ছোট আন্দামানের মধ্যে
37. রাগী উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? 
উত্তর:----- কর্ণাটক
38. নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত?
উত্তর:----- অন্ধ্রপ্রদেশ
39.উত্তরা অঞ্চল রাজ্যের দেরাদুন উপত্যকার দৈর্ঘ্য কত? 
উত্তর:-----35 কিমি
40.মাজুলি দ্বীপের আয়তন প্রায় কত?
 উত্তর:------ 1200 বর্গকিমি
41. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর:---- 175 সেমি
42. থালাঘাট ও ভোরঘাট গিরিপথ কোথায় আছে? 
উত্তর:----- মহারাষ্ট্র
43. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই? 
উত্তর:---- হিমাচল প্রদেশ
44. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্প কোন রাজ্যে আছে? 
উত্তর:---- কর্ণাটক
45. জনসংখ্যার বিচার পশ্চিমবঙ্গ এর স্থান কত?
উত্তর:---- চতুর্থ
46. পান্ডুয়ার আদিনা মসজিদ কোন জেলায় আছে? 
উত্তর:---- মালদহ
47. 'NEFA' কোন রাজ্যের পুরানো নাম
উত্তর:---- অরুনাচল প্রদেশ
48. গঙ্গার ডান তীরের উপনদী কোনটি? 
উত্তর:------ শোন
49. সিন্ধু নদের উপনদী কোনটি?
উত্তর:---- শতুদ্রু
50. কোন নদীর উপর মেটুর বাঁধ আছে?
উত্তর:--- কাবেরী

No comments:

Post a Comment