Responsive Ads Here

Wednesday, October 23, 2019

ইংরাজীতে কথা বলার সময় যে সব বাক্য বহুল ব্যবহৃত হয় ||


ইংরাজীতে কথা বলার সময় যে সব বাক্য বহুল ব্যবহৃত হয়


  • .সুপ্রভাত—Good morning
  •  আমাকে যেতে দাওLet me go
  • শুভ রাত্রি—Good night
  •  দেরি কোরাে না-Don't delay
  • আমি খুব দুঃখিত—I am very sorry 19. চিন্তা কোরাে না—Don't worry
  • ক্ষমা করবেন—Excuse me
  • আপনি কেমন আছেন ?How do you do?
  • মাফ করবেন—I beg your pardon 21. আমি কি যেতে পারি ?—May I go?
  •  ঈশ্বৰ তােমার মাল করুন—May God bless you
  •  কিহয়েছে?What has happened?
  • তাড়াতাড়ি করাে-Hurry up!
  • কি ব্যাপার?—What is the matter?
  •  সত্যি!Indeed!
  • তুমি কি জানাে?—Do you know?
  • ধন্যবাদ—Thanks
  • কি খবর ?What is the news?
  • সাবধান-Beware
  • তাড়াতাড়ি ফিরে এসাে—Come back soon.
  • তৈরি হও—Be ready.
  • কি বুদ্ধি!—What an idea!
  • ফিরে যাও—Go back.
  • দুঃখের বিষয়!—What a pity! 
  • দুঃখের ব্যাপার—It is a pity.
  • কি সুন্দর।—How beautiful! | 30. ইতস্ততঃ কোরাে না—Don't hesitate.
  • কি মস্তি!-How sweet!
  • ধন্যবাদ দেবার প্রয়ােজন নেই—No mention.
  • তাড়াতাড়ি এসােCome soon _
  • বিদায়—Good bye.

  • কিছু নিয়ম কানুন

  • ফুল তুলাে না—Don't pluck the flowers.
  • মেঝেতে থুথু ফেললা না–Don't spit on the floor.
  • রাস্তা বন্ধ—Road Closed,
  • লাইনে দাঁড়াও—Stand in a queue.
  • শিকল টানােPull the chain.
  • দরজা ঠেলাে-Push the door.
  • প্রবেশ পথ—Entrance.
  •  প্রস্থান পথ-Exit.
  • প্রবেশ নিষেধ—No entrance.
  • বাদিক দিয়ে চলােKeep to the left.
  • ধূমপান নিষেধ—No smoking.
  • সামনে স্কুল—School ahead.
  • (বাড়ী) ভাড়া দেওয়া হবে—To let.
  • কুকুর থেকে সাবধান-Beware of dog.
  • ধীরে গাড়ী চালাও-Drive slowly.
  • শারীরিক পগুদের জন্য—For Physically Handicapped.
  • What a fantastic news! - কি দারুণ এক সংবাদ!

Everyday English


  •  So what? – তাতে কি?
  • Who cares! – কার কি যায় আসে!
  • I don't care! – আমি পরােয়া করি না
  • | suppose so. - আমারও তাই মনে হচ্ছে।
  • I don't mind. – আমি কিছু মনে করি না।
  • Who knows! – কে জানে!
  • I don't mind. – আমি কিছু মনে করিনি।
  • Whatever (you want). – তুমি যা চাও।
  • Whatever you do – তুমি যাই কর।
  • Why should। care? -কেন আমি পরােয়া করব?
  • Something else – অন্য কিছু।
  • Nothing else - অন্য কিছুই না।
  • How about – কেমন হয়?
  • You got it? – তুমি বুঝতে পেরেছাে?
  • How so – তা কি করে হয়?
  • How else - আর কিভাবে?
  • In my opinion - আমার মতে।
  • Little by little - ক্রমান্বয়ে।
  • | tend to think – আমার কেন যেন মনে হয়।
  • Next to nothing – না বললেও চলে।
  • What a wonderful news! - কি অসাধারণ এক খবর!
  • I'm really pleased. - আমি সত্যিই আনন্দিত।
  • I'm really grateful - আমি সত্যিই কৃতজ্ঞ।
  • I'm over the moon – আমি ভীষণ খুশি।
  • | am delighted - আমি আনন্দিত।
  • Do you speak English? – তুমি কি ইংরেজী বল?
  • Do you like flower? – তুমি কি ফুল পছন্দ কর?
  • Do you understand? – তুমি কি বুঝতে পারছ?
  • Do you exercise regularly? – তুমি কি নিয়মিত ব্যায়াম কর?
  • Excuse Me - শুনুন।
  • Can you hear me? – আমার কথা শুনছেন?
  • Listen to me - আমার কথা শুনুন।
  • Hey, got it? – এই, বুঝতে পেরেছাে?
  • May Thave your attention please- আপনি যদি একটু এদিকে নজর দেন।
  • Is it clear to you? – এটা কি তােমার কাছে পরিষ্কার?
  • Are you with me? – আমার কথা শুনছেন তাে?
  • I am grateful to you. - আমি তােমার প্রতি কৃতজ্ঞ।
  • Thanks a lot - অনেক ধন্যবাদ।।
  • You've done a lot for me - তুমি আমার জন্য অনেক কিছু করেছে।
  • That was thus reasonably you - এটা ছিল তােমার মহানুভবতা।
  • I want to eat one thing - আমি কিছু খেতে চাই।
  • I want to shop for one thing - আমি কিছু কিনতে চাই।
  • Are you happy? - তুমি কি সুখী?
  • i am bit sad - আমি কিছুটা অসুখী।
  • Is everything fine?- সবকিছু কি সুন্দরভাবে চলছে?
  • You are talking nonsense. - তুমি আজে বাজে কথা বলছাে।
  • Don't show me your face. - তােমার মুখ আমাকে দেখাবা না।
  • It's none of your business. - এটা তােমার নাক গলানাের ব্যাপার নয়।
  • Damn you! – ধ্বংস হও।
  • What the hell you are talking about? – তুমি কি সব আজেবাজে কথা বলছাে?
  • Can you give me a hand? - তুমি কি আমাকে সাহায্য করতে পারাে?
  • How are you feeling? - তুমি কেমন অনুভব করছাে?
  • Thope everything is ok? – আমার আশা সবকিছুই ঠিক আছে?
  • How have you been? – তুমি কেমন ছিলে?
  • What would you like to drink? – তুমি কি পান করতে পছন্দ কর?

Common English Dialogue


  • Hi guys - হ্যালাে বন্ধুরা |
  • How absurd! - কি বাজে বকছাে!
  • Oh, no! - stics at
  • |If you do case - যদি আপনি চান।
  • |Incredible - অবিশ্বাস্য | 
  • Oh! I see - তাই বুঝি
  • |Damn it - চুলায় যাক
  • Stay well - ভাল থাকবেন
  • ||As if - যেন কি যে হতাে |
  •  Its over there - ঐ যে ওখানে
  • Well done - সাবাশ
  • Good riddance! - * TIT CITI
  • |Hold on - লাইনে থাকুন |
  • I mean - আমি বুঝাতে চাই
  • Oviously - স্পষ্টতঃভাবেই | 
  • That sounds good - ভালােই মনে হচ্ছে 
  • How come - কি ব্যাপার? |
  • AmTClear? - বুঝাতে পারলাম?
  • Bear it in mind - মনে থাকে যেন! That would be nice - খুবই ভাল হবে।
  • May it not happen - আল্লাহ না করুক| Still alive - কোনরকমে বেচে আছি
  • Oh! it's my fault - ওহ!
  • By the grace of Allah -আল্লাহর রহমতে | That's out of question - প্রশ্নই উঠে না |


No comments:

Post a Comment