*Chandrayaan 2 Related GK Bengali Questions and Answers PDF FILE|| চন্দ্রায়ন-2 মিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর*
চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর পিডিএফটি আপনাদের জন্য বাংলা ভাষায় প্রদান করেছি | এটিতে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি প্রশ্নওউত্তর দেওয়া আছে | এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই অংশ থেকে Competitive Exam-এ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক | সুতরাং এই বিষয়ে জ্ঞান অর্জন করে রাখা আবশ্যক |
নমুনা প্রশ্ন ও উত্তর:-
■চন্দ্রায়ন-2 মিশন টি লঞ্চ করা হলো কোন সেন্টার থেকে?
উত্তর:-সতীশ ধাওয়ান স্পেস সেন্টার , শ্রীহরিকোটা
■ চন্দ্রায়ন 2 মিশন কত তারিখে লঞ্চ করা হলো ?
উত্তর:-22 জুলাই , 2019 (2:43pm)
■চন্দ্রায়ন 2 কবে চাঁদের মাটি স্পর্শ করবে?
উত্তর:-7 সেপ্টম্বর 2019 ষররহগ
■চন্দ্রায়ন-2 চাঁদের কোথায় ল্যান্ড করবে?
উত্তর:-দক্ষিণ
■ চাঁদে রোভার ল্যান্ড করানোই ভারত কত তম দেশ হবে?
উত্তর:-চতুর্থ
■ চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করানোতে ভারত কত তম দেশ হবে?
উত্তর:-প্রথম
■রোভারের নাম কি রাখা হয়েছে?
উত্তর:-প্রজ্ঞান
■মিশন ডিরেক্টর কে?
উত্তর:-Ritu Karidhal
■প্রজেক্ট ডিরেক্টর কে?
উত্তর:-Muthayya Vanitha
■লান্ডারের নাম কি?
উত্তর:-বিক্রম
■চন্দ্রায়ন-2 এর ওজন কত?
উত্তর:-3850 কেজি
■চন্দ্রায়ন-2 এর খরচ কত?
উত্তর:-978 কোটি টাকা
■চন্দ্রায়ন-2 মিশন লঞ্চ করল কোন সংস্থা?
উত্তর:-ইসরো
■ISRO পুরো নাম কি?
উত্তর:-Indian Space Research Organisation
■ISRO বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর:-K. সিবান
■ISRO কবে স্থাপিত হয়?
উত্তর:-1969 সালের 15ই আগস্ট
■চন্দ্রায়ন-2 লঞ্চ করা হলো কোন ভেহিকেল?
উত্তর:-GSLV Mk III
■সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত?
উত্তর:-শ্রীহরিকোটা, AP
■GSLV পুরো নাম কি?
উত্তর:-Geosynchronous Satellite Launch Vehicle
■পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর:-3.84 লাখ
■লান্ডারের নাম দেওয়া হয়েছে কার নামানুসারে?
উত্তর:-Indian space programme এর জনক বিক্রম সারাভায় এর নামানুসারে
■ল্যান্ডার টিকে কোথায় নামানো হবে?
উত্তর:-দুইটি গর্তর ম্যানজিনস সি এবং সিম্পিলিয়াস এন-এর মাঝখানে
■রোভারটি কয় চাকা বিশিষ্ট?
উত্তর:-ছয় চাকা বিশিষ্ট
■ল্যান্ডারের ওজন কত?
উত্তর:-1471 কেজি
■রোভারের ওজন কত?
উত্তর:-27 কেজি
■চন্দ্রায়ন-1 মিশন কত সালে হয়েছিল?
উত্তর:-2008 সালে
No comments:
Post a Comment