First lady of India in various fields ||বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা
১) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি — প্রতিভা পাটিল।
২) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী — ইন্দিরা গান্ধী।
৩) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল — সরোজিনী নাইডু।
৪) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী — সুচেতা কৃপালিনী।
৫) ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড — রিতা ফারিয়া।
৬) ভারতের প্রথম মিস ইউনিভার্স — সুস্মিতা সেন।
৭) ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক — জিনাত আমন।
৮) ভারতের প্রথম মিস ইন্টারকন্টিনেন্টাল — লারা দত্ত।
৯) ভারতের প্রথম মহিলা মিসেস ওয়ার্ল্ড — অদিতি গোয়িত্রিকার।
১০) ভারতের প্রথম মিস আর্থ — নিকোলে ফারিয়া।
১১) ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী — মাদার টেরেসা।
১২) ভারতের প্রথম মহিলা স্নাতক — কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু।
১৩) ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) — কামিনী রায়।
১৪) ভারতের প্রথম মহিলা ট্রেন চালক — সুরেখা যাদব।
১৫) ভারতের প্রথম মহিলা আইনজীবী — কর্নেলিয়া সোরাবজী।
১৬) ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি (হাইকোর্ট) — লেয়লা শেঠ।
১৭) ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিম কোর্ট) — এম. ফতিমা বিবি।
১৮) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু — আরতি সাহা।
১৯) ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী — রাজকুমারী অমৃতা কৌর।
২০) ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) — মীরা কুমার।
২১) ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা — বাচেন্দ্রী পাল।
২২) ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার (দাবা) — কোনেরু হাম্পি।
২৩) ভারতের প্রথম মহিলা IAS অফিসার — ঈশা বসন্ত যোশী।
২৪) ভারতের প্রথম মহিলা IPS অফিসার — কিরন বেদী।
২৫) ভারতের প্রথম মহিলা ওলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট — পি. টি. উষা।
২৬) ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী — মমতা ব্যানার্জী।
২৭) ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডি.জি. — কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য্য।
২৮) ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) — হরিতা কৌর দেওল।
২৯) ভারতের প্রথম এশিয়ান গেমসের সোনাজয়ী মহিলা — কমলজিৎ সাঁধু।
৩০) ভারতের প্রথম মহিলা ডক্টরেট (বিজ্ঞান) — অসীমা চ্যাটার্জী।
No comments:
Post a Comment